নজরুল পেলেন বিল গেটস ফাউন্ডেশন অ্যাওয়ার্ড
লিডারশিপ ডেস্ক : বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের বিজ্ঞানী ড. মোহাম্মাদ নজরুল ইসলাম ভূঁইয়া। গত ৩মার্চ তাঁর নাম ঘোষণা করা হয়। আগামী ১৬ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে আয়োজিত এক কনফারেন্সে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রীর দীর্ঘ গবেষণায় দুটো মৌলিক কেমিক্যাল আবিষ্কার করার জন্য নজরুল ইসলামকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয় । এর আগে আরও কয়েকজন বিজ্ঞানী এই কেমিক্যাল আবিষ্কারে ব্যর্থ হন। তিনি একমাত্র সৌভাগ্যবান বাংলাদেশি যিনি সফলতা এনে দিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন। এই সফলতার স্বীকৃতি স্বরূপ এর আগে (১৪ ডিসেম্বর, ২০১৫) তিনি আমেরিকান কেমিক্যাল সোসাইটি থেকে আরলি ক্যারিয়ার কেমিস্ট হিসেবে সেরা অ্যাওয়ার্ড অর্জন করেন ।
গুরুত্বপূর্ণ এই পুরস্কারটি কেবল যাঁরা চল্লিশ বছর বয়সের নিচে তাঁদের সেরা আবিষ্কারের জন্য দেওয়া হয়। ইতিমধ্যে ড. নজরুল ইসলাম ভুঁইয়ার পঞ্চাশটির বেশি আন্তর্জাতিক জার্নাল প্রকাশিত হয়েছে । গত বছর সাইটেসন বিচারে তিনি গুগল স্কলারে নিজের জায়গা করে নেন । উল্লেখ্য তরুণ এই বিজ্ঞানী মূলত কেমিক্যাল বায়োলজিস্ট । তার এই আবিষ্কার কেমিক্যাল জগতে এক নতুন অধ্যায় ।যা কেমিস্ট্রি এবং বায়োলজি দুই ক্ষেত্রেই অবদান রেখেছে ।
গবেষণায় নিবেদিত এই বিজ্ঞানী বর্তমানে ডায়বেটিকস, Natural Products, Flavour, Fragrance, Aromatheraphy, Aromamedicine এর উপর নতুন গবেষণা করছেন। তাঁর লেখা বই “AROMATIC PLANTS OF BANGLADESH AND THEIR ESSENTIAL OIL CONSTITUENTS” গবেষক, শিক্ষক এবং শিক্ষার্থীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে এই বইটি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার, চট্টগ্রাম লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তারপর জাপান সরকারের মনগাকুবুসো বৃত্তি নিয়ে হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল বায়োলজির উপর পুনরায় মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রী অর্জন করেন। গবেষণা চলাকালীন তিনি Sustainable Science এর উপর আরও পাঁচটি বিষয়ে ডিপ্লোমা অর্জন করেন। তিনি আমেরিকা, কানাডা, জার্মানী, সুইজারল্যান্ড, মালয়েশিয়া্, ভারতসহ বিশ্বের বিভিন্ন স্থানে সম্মেলনে যোগদান করেন এবং তার গবেষণাকর্ম তুলে ধরেন। তিনি যুক্তরাষ্ট্র, জাপান ও কানাডার মাইক্রোবায়োলজি কেমিক্যাল সোসাইটির সদস্য।