ব্রণযুক্ত মুখেও আরামদায়ক শেভ
অনেক পুরুষেরই ব্রণের সমস্যা থাকে।এটি স্বাভাবিক ব্যাপার। তবে ব্রণ থাকা অবস্থায় শেভ করাটা বেশ ঝুঁকিপূর্ণ। ব্রণের সমস্যা থাকলে কীভাবে আরামদায়ক ভাবে এবং নিরাপদে শেভ করবেন সে সম্বন্ধে বোল্ডস্কাই ওয়েবসাইট অবলম্বনে কিছু পরামর্শ।
০১. শেভ করার আগে অলিভ অয়েল দিয়ে মুখে হালকা ম্যাসাজ করে নিন। এতে ত্বক নরম হবে এবং ব্রণ থাকলে বেশ আরামেই শেভ করতে পারবেন। ব্রণ কেটে যাওয়ার আশঙ্কা কম থাকবে।
০২. গোসলের পর শেভ করা ভালো। আর সব সময় সিঙ্গেল ব্লেডের রেজার দিয়ে শেভ করুন। এতে ব্রণ কেটে রক্ত বের হবে না। দু-তিনটা ব্লেডযুক্ত রেজার দিয়ে শেভ করলে দাড়ি কাটার জন্য টান দিলে, দাড়ি কাটার পর ব্রণ কাটার আশঙ্কা থাকে। তাই শেভের জন্য সিঙ্গেল ব্লেডওয়ালা রেজার ব্যবহার করুন।
০৩. শেভ করার আগে স্ক্রাব দিয়ে মুখে ম্যাসাজ করুন। এতে মুখের ত্বক নরম হবে এবং মরা কোষ দূর হবে। এর ফলে শেভ করলে ত্বকে জ্বালাপোড়া কমে যাবে।
০৪. শেভ করার পর অবশ্যই মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। এতে ত্বক খসখসে হওয়ার আশঙ্কা থাকবে না।
০৫. শেভিং ফোমের থেকে শেভিং জেল ব্যবহার করা ভালো। গোসলের পর কিছুক্ষণ মুখে শেভিং জেল মেখে রাখুন। এরপর হালকাভাবে শেভ করুন। দেখবেন খুব সহজেই ব্রণ না কেটে দাড়ি শেভ হয়ে যাবে।