শীতে ত্বকের যত্নে সহজ ৫টি ফেসিয়াল
ঋষিতা রায় : শীত এমন একটি ঋতু যা ত্বকের অনেক সমস্যা বাড়িয়ে দেয়। তাই শীতে প্রয়োজন ত্বকের বাড়তি যত্ন। বিশেষ করে শুস্ক ত্বকের জন্য শীতের প্রভাব খুবই অস্বস্তিকর। কিন্তু এই সমস্যার সমাধান যদি আপনার হাতেই থাকে তাহলে আর ভয় কিসের?
ধুলাবালি আর আবহাওয়ার কারনে ত্বক হতে পরে শুষ্ক আর খসখসে। ত্বক অতিরিক্ত খসখসে হওয়ার ফলে চামড়া ফেটে যায় এবং চুলকানির মত সৃষ্টি করে। তাই ত্বক ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিংয়ের প্রয়োজন। আর তাই ত্বকে ময়শ্চারাইজিং সাবান অথবা লোশন ব্যাবহার করা যেতে পারে যা ত্বকের খসখসে ভাব দূর করবে।
এছাড়াও মাসে একদিন করে হলেও ফেশিয়াল করতে পারেন, যা আপনার ত্বককে করবে আরও সজীব এবং প্রাণবন্ত। ফেশিয়াল শব্দের অর্থ ম্যাসেজ। নিয়মিত ফেশিয়াল করলে মুখে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। নিয়মিত ফেশিয়াল করলে ত্বকে বয়সের ছাপ পড়ে না সহজে, মরা কোষ উঠে যায়, ব্ল্যাক হেডস দূর হয়।
ফেসিয়ালের মূল কাজ হলো ভালো করে ত্বক পরিষ্কার করা। তাই শীতে ত্বকের যত্নে ফেসিয়াল করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাজারে অনেক ফেশিয়াল কিট পাওয়া যায়। আপনি চাইলে ঘরে বসেও অনেক সহজে ফেশিয়াল করে ফেলতে পারেন।
যেহেতু শীত পার্টি সিজন তাই আপনি চাইবেন আপনার ত্বক থাকুক প্রানবন্ত এবং উজ্জ্বল। আর তাই জেনে নিন কোন ফেশিয়ালগুলো আপনাকে শীতের রুক্ষতা থেকে মুক্ত করে, করে তুলবে আরও সুন্দর ও আকর্ষণীয়। আপনার ত্বককে পুনর্জীবন দিতে নিয়মিত এই ফেশিয়ালগুলো করলে আপনার ত্বক থাকবে প্রানবন্ত।
অ্যারমা থেরাপি ফেসিয়াল :
শীতে ত্বক শুষ্ক হওয়ার জন্য অস্বস্তি সৃষ্টি করে। এই ফেশিয়ালটি যেকোনো ধরনের ত্বকের জন্য উপকারী। অ্যারোমেটিক এসেনশিয়াল অয়েল গুলো ত্বকের যেকোনো সমস্যা দূর করে।
হাইড্রেটিং ফেসিয়াল :
এই ফেশিয়াল করলে ত্বক মশ্চারাইজিং হয়ে শুষ্কতা দূর হবে। ত্বক সতেজ করবে এবং বয়সের ছাপ দূর করবে।
অক্সিজেন ফেসিয়াল :
ধুলাবালি এবং বার্ধক্যজনিত কারণে মুখে বয়সের ছাপ পড়ে যায়। অক্সিজেন ফেশিয়ালের ফলে ত্বক প্রান ফিরে পায়। এই ফেশিয়াল ত্বকে পানি এবং ভিটামিনের জোগান দেয়।
স্কিন ব্রাইটেনিং ফেসিয়াল :
এটা এমন এক ধরনের ফেশিয়াল যা নির্জীব ত্বককে পুনর্জীবন দান করে। যদি মুখে পিগমেনটেশন থাকে তা দূর করে এই ফেশিয়াল ত্বককে উজ্জ্বল করবে।
চকোলেট ফেসিয়াল :
বর্তমানে এই ফেশিয়ালটি অনেক ব্যাবহার করা হচ্ছে, কারন ত্বকের জন্য এই ফেশিয়ালটি খুবই উপকারী। এটা যেকোনো ধরনের ত্বকের জন্য কার্যকরী ভূমিকা পালন করে।
এছাড়াও ফ্রুট ফেসিয়াল করতে পারেন বিভিন্নধরনের শীতকালীন ফল দিয়ে। আপেল, কলা, পেপে, কমলালেবু ফলগুলো শীতকালে আপনার হাতের কাছেই পেয়ে যাবেন আর ঘরে বসেই সহজে করে ফেলতে পারেন ফ্রুট ফেশিয়াল।
এভাবে নিয়মিত ফেসিয়াল করলে ত্বক থাকবে উজ্জ্বল। তবে স্বাস্থ্যজ্জল ত্বক পেতে ত্বকের যত্নের পাশাপাশি দরকার স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত পরিমান ঘুম এবং পর্যাপ্ত পরিমান পানি পান করা।
বোল্ডস্কাই অবলম্বনে রচনা: ঋষিতা রায়।
ফিচার মডেল: শর্মী।
ফটোগ্রাফি: এস এম রাসেল।