কাঁধে কালো দাগ?
রিক্তা রিচি: ত্বকের যত্ন নেওয়া যেকোন নারীর কাছেই বেশী অগ্রাধিকার পায়। তারপরও শরীরের কিছু অংশ রয়েছে যা অবহেলায় থেকে যায়। কাঁধ হচ্ছে এমন একটি অংশ যার যত্ন নিতে আমরা অধিকাংশ মানুষই ভুলে যাই। শরীরের অন্যান্য অংশের মত কাঁধ ও ঘাড়ের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। কালো ঘাড় আপনার ব্যাক্তিত্বকে খুব সস্তা করে দিতে পারে খুব সহজেই। ঘাড়ের কালো দাগ থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় এই নিবন্ধে তা তুলে ধরা হয়েছে।
প্রতিদিন ‘স্তর’ তুলে ফেলুন
- প্রতিদিন ঘাড়ের আইশ বা স্তর উঠিয়ে ফেলা জরুরী। আপনার ঘাড়ের ত্বককে কাঁচা দুধ এবং গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার রাখতে পারেন । এটি ত্বককে পরিষ্কার করতে সহায়তা করবে এবং মসৃন করবে।
লেবুর ব্লিচ
- হাফ চা চামচ লেবুর রস এবং এক চা চামচ গোলাপজল মিশিয়ে লেবুর ব্লিচ তৈরী করতে পারেন। এটি ত্বকে ব্যবহার করে সারারাত রেখে দিন। পরদিন সকালে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি কালো দাগ দূর করতে সাহায্য করবে।
যবচূর্ন
- মুখে যবের স্ক্রাব ব্যবহারে দারুণ উপকারিতা পাওয়া যায়। একটি চমৎকার আইশ উত্তোলক হিসেবে ত্বকেও দারুণ ভূমিকা রাখে। ভালো ফল লাভের জন্য যবচূর্ন টমেটোর মজ্জা বা রসের সাথে মিক্সড করে ব্যবহার করুন। কিছুদিন ব্যবহারের পর পাবেন দীপ্তিময় ত্বক।
বেকিং সোডা
- বেকিং সোডা একটি প্রাকৃতিক আইশ উত্তোলনকারক। এটি বেমানান ত্বক দূরীকরণে সহায়তা করে। সাধারণ ঠান্ডা জলের সাথে বেকিং সোডা মিশিয়ে ঘাড়ে লাগান। ১৫ মিনিট রেখে দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
শসা
- শশার রয়েছে শীতল প্রভাব। শসা কুচি করে কেটে গোলাপজলের সাথে মিশিয়ে নিন। এবং ১০ মিনিট ঘাড়ে ব্যবহার করুন । এরপর ধীরে ধীরে ম্যাসাজ করতে থাকুন ধুয়ে ফেলার আগ পর্যন্ত। এটি ঘাড়ের কালো দাগ সরাতে সাহায্য করবে।
দই
- এটি ত্বকের জন্য প্রাকৃতিকভাবে তৈরী একটি কার্যকরী ব্লিচ। দই এর সাথে এক চিমটি হলুদ মিশিয়ে নিন এবং তা ঘাড়ের আশেপাশে ম্যাসাজ করুন। এই মিশ্রণ আপনার ত্বককে উজ্জ্বল করবে। ভালো ফলাফলের জন্য দই এর সাথে লেবুর রস ব্যবহার করুন।
কাঁচা পেপে
- কিছু কাচা পেঁপে কুচি কুচি করে কেটে পানির সাথে মিশিয়ে পেস্ট তৈরী করে নিন। এটি ঘাড়ে সরাসরি ব্যবহার করুন। ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন এই প্যাকটি। ঘাড়ের কালোদাগ দূরীকরণে এটী সাহায্য করবে।
শরীরের অন্যান্য অংশের মত ঘাড় ও গুরুত্বপূর্ন। ঘাড়ের সঠিক পরিচর্যা জরুরী। তাই মেনে চলুন উপরোক্ত পরামর্শগুলো আর নিজের ত্বককে করে তুলুন আরো চমৎকার।