ফুলের সুন্দর সজ্জা ঘরের শোভা বাড়ায়
রবিউল কমল: বাতাসে শীতের আমেজ। আর শীত মানেই গোলাপ, চন্দ্রমল্লিকা, ডালিয়া, আরও কত রঙিন ফুলের সমারোহ। চোখের প্রশান্তি, মনের প্রশান্তি এবং বাড়ির শ্রীবৃদ্ধির জন্যও ফুলদানিতে রেখে দিতে পারেন একগুচ্ছ ফুলের তোড়া। তবে ফুল তো শুধু সাজিয়ে রাখলেই হবে না, প্রয়োজন তার সঠিক দেখভালেরও। আপনি নিশ্চয়ই চাইবেন না ঝরা গোলাপের পাপড়ি আপনার ডাইনিং টেবিলের পাশে পড়ে থাকুক। তাই নিয়মিত তার পরিচর্যা করা খুব জরুরি। কারণ অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরার পর ফুলের সুমিষ্ট ঘ্রাণ আপনার সব ক্লান্তি নিমিষেই ভুলিয়ে দিতে পারে। তাই ফুলকে কি আর সহজে হেলাফেলা করা যায়! আমাদের এবারের আয়োজন বাসা ফুলে সাজানোর কিছু চমৎকার টিপস।
গোলপি জারের সঙ্গে সাদা লিলি ভালো লাগবে। আবার গাঢ় রঙের ফুলের সঙ্গে কয়েকটি হালকা রঙের ফুল রাখুন, দেখতে ভালো লাগবে। যদি বাড়িতে অল্প জায়গা থাকে তাহলে ফুল সাজানোর জন্য ঘরে রাখতে পারেন ফ্লাওয়ার হ্যাঙ্গার।
করণীয়: ফুলদানিতে একসঙ্গে অনেক ফুল না রেখে অল্প সংখ্যাক রাখুন। এতে ফুলগুলো ভালো করে ফোটার সুযোগ পাবে। ফুল সাজানোর ক্ষেত্রে রঙের ব্যাপারে বিশেষ নজর দিতে হবে। এমন রঙ নির্বাচন করুন যাতে একে অপরের পরিপূরক হয়। যেমন গোলপি জারের সঙ্গে সাদা লিলি ভালো লাগবে। আবার গাঢ় রঙের ফুলের সঙ্গে কয়েকটি হালকা রঙের ফুল রাখুন, দেখতে ভালো লাগবে। যদি বাড়িতে অল্প জায়গা থাকে তাহলে ফুল সাজানোর জন্য ঘরে রাখতে পারেন ফ্লাওয়ার হ্যাঙ্গার। এতে জায়গার সাশ্রয় হবে। ফুলদানিতে পানি দেওয়ার পর পানিতে আধা চা-চামচ লবণ মিশিয়ে দিন। এতে ফুল বেশ কিছুদিন সজীব থাকবে। ফুল ঠান্ডা জায়গায় রাখলে বেশিদিন সতেজ থাকে। তাই ফুলদানি এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না। আর হ্যাঁ, ফুলদানিতে ফুল রাখার সময় পানির নিচে যে পাতাগুলো থাকে সেগুলো অবশ্যই কেটে ফেলবেন। এতে ফুল সহজেই পচে যাবে না বা বাজে কোনো গন্ধও বের হবে না।
স্মার্ট সজ্জা:
- প্রতিদিন ফুলদানির পানি বদলাতে পারলে সবচেয়ে ভালো হয়। না হলে অন্তত দুদিন পর-পর পানি বদলে ফেলুন।
- মাঝে মাঝে ওয়াটার স্প্রে করতে পারেন। এতে ফুল অনেকদিন পর্যন্ত ফ্রেশ থাকবে।
- পুরানো মগ বা জাগের হ্যান্ডেল ভেঙে গেলে জারটি ফুলদানি হিসাবে ব্যবহার করতে পারেন।
ফুলের সুন্দর সজ্জা ঘরের শোভা বাড়ায়। কাজেই নিজের ঘর ফুলে ফুলে সাজাতে আরও যত্নবান হোন। নিজের ঘরকে করে তুলুন স্বর্গ।