বাহারি বারান্দা
- বারান্দায় রদ্দুর
আমি আরাম কেদারায় বসে দু’পা নাচাইরে।
________________________________ ভুমি
রবিউল কমল: সত্যিই তো, এরকম একটি বারন্দার শখ সবার থাকে। যেখানে সকালে আরামকেদারায় বসে একটু আয়েস করে চায়ের কাপে চুমুক দেওয়া যায় কিংবা বন্ধু-বান্ধবদের বসে গুছিয়ে আড্ডা মারা যায়। শহরের বন্দি জীবনে বারন্দা মানেই যেন খোলা আকাশের হাতছানি। তাছাড়া বারন্দার সাথে জড়িয়ে থাকে জীবনের অনেক অনেক গল্প স্মৃতি। পাশের বাসার ভাবীর সাথে গল্প বা প্রেমিকের সাথে চোখে চোখে কথা বলা সবকিছুর সাক্ষী হয়ে থাকে বারন্দা। আবার কখনো ঝলমলে রোদ অথবা ঝড়ো হাওয়া বা বৃষ্টিতে ভেজা এসবের মিশ্রণে বারন্দাতে লুকিয়ে থাকে জীবনের সারমর্ম। তাই বাড়ির এমন একটি অংশকে কি যেমন-তেমন ভাবে রাখা ঠিক? পরম যতœ আর মমতায় যেভাবে সাজিয়ে তোলেন বাড়ির প্রতিটি কোণা, ঠিক সেভাবেই রুচি আর যতেœর সমন্বয়ে সাজিয়ে তুলুন বারন্দা। আয়তনে বিরাট হতে হবে তার কোনো মানে নেই একফালি বারন্দাও কিন্তু দারুণ করে সাজানো যায়।
তবে যেভাবেই সাজান না কেন খেয়াল রাখবেন বারন্দার খোলামেলা চরিত্র যেন বদলে না যায়। যদি বড় জায়গা হয় তাহলে বানাতে পারেন আর্টিফিশিয়াল ঘাসের গালিচা। জায়গা বেশি না থাকলে হয়তো গালিচা করতে পারবেন না কিন্তু সাজিয়ে তো রাখতে পারবেন। সেক্ষেত্রে বারন্দার এককোণে কিছু ঝুলিয়ে রাখুন বেশ সুন্দর লাগবে। বারন্দায় পিলার থাকলে বাহারি লতা গাছ দিয়ে সাজিয়ে দিতে পারেন। চাইলে বারন্দায় ছবি লাগাতে পারেন, সে হাতে আঁকায় হোক বা ক্যামেরায় তোলা হোক।
বারন্দায় অবশ্যই বসার ব্যবস্থা রাখবেন। একটু বিলাসবহুল লুক চাইলে আরামদায়ক সোফা এবং কারুকাজ করা টেবিল রাখতে পারেন। তবে আপনার সব পরিকল্পনা নির্ভর করবে আয়তনের উপর। তবে ছোট জায়গাতে বেত বা র্যাটনের চেয়ার সঙ্গে ছোট টেবিল রাখলে ভাল লাগবে। কাঠের তৈরি ছোট জলচৈাকিও রাখতে পারেন। তাহলে সারা সপ্তাহের ক্লান্তি ভূলে শুক্রবারের চা পর্বটা এখানেই সারতে পারবেন। চাইলে ছোট একটি দোলনাও রাখতে পারেন। তাহলে শীতের দুপুরে মিঠা রোদ গায়ে মেখে বই পড়তে দারুণ লাগবে অথবা রাতে তারার মিটিমিটি আলোয় প্রিয় সঙ্গীর হাত ধরে কিছু নিবিড় মুহূর্ত কাটানোর এর থেকে ভাল সুযোগ আর কি বা হতে পারে! আপনার নান্দনিকতার পরিচয় হতে পারে বারন্দা। টেরাকোটার বা মাটির মুর্তি রাখতে পারেন অনায়াসে। আসলে সবকিছু নির্ভর করবে আপনার রুচিবোধের ওপর। সামান্য জিনিসও কিন্তু পরিকল্পনা করে সাজানোর গুণে অসামান্য হয়ে উঠতে পারে।
আপনার বারন্দা হোক আপনার মনের মতো। অন্যের বাড়ি দেখে অনুপ্রেরণা নিতেই পারেন কিন্তু অন্ধ অনুকরণ যেন না হয়। তবেই আপনার বারন্দা হয়ে উঠবে স্বতন্ত্র।