ফেলনা লেবুর খোসা, গৃহ রবে খাসা
আকলিমা আক্তার রিক্তা : লেবু খেতে কে না পছন্দ করে? সে কমলা, কাগজি বা বাতাবি লেবু, যাই হোক। লেবু দেখতেও বেশ দৃষ্টিনন্দন। এই চমৎকার ফলটির এমন দৃষ্টিনন্দন চেহারা যে সৃষ্টি করে তা হল লেবুর খোসা। কিন্তু লেবু খাওয়া শেষে এই খোসার কি অবস্থা হয়? সোজা জায়গা হয় ডাস্টবিনে! কিন্তু জানেন কি ডাস্টবিনে ফেলে দেওয়া এই দ্রব্যটি আপনার রুপচর্চা থেকে শুরু করে স্বাস্থ্য পরিচর্যা সহ ঘর গৃহস্থলির অনেক কাজের গুরুত্বপূর্ণ অনুসঙ্গ হতে পারে? চলুন জেনে নিই লেবুর খোসার এমন কিছু চমৎকার ব্যবহার:
রূপচর্চায় লেবুর খোসার ব্যবহার :
উজ্জ্বল ত্বক : লেবুর খোসা ত্বকে ৮/১০ মিনিট মেসেজ করার পর ধুয়ে ফেললে নরম, কোমল ও উজ্জ্বল ত্বক পাওয়া যায়। তবে অনেকের লেবুতে এলার্জি থাকতে পারে, সেক্ষেত্রে এড়িয়ে যাওয়া ভাল।
উজ্জ্বল নখ : নখে নিয়মিত লেবুর খোসা ঘসলে নখ আরো উজ্জ্বল এবং পরিষ্কার হবে।
বয়সের ছাপ দূর : বয়স বাড়ার সাথে সাথে ত্বকে বয়সের ছাপ পড়ে যায়। বয়সের ছাপ এর উপর লেবুর খোসা নিয়মিত ঘসলে তা দূর হয়।
বলিরেখা দূর : লেবুর খোসা বলিরেখা দূর করতে সহায়তা করে।
স্কিন টনিক হিসেবে : লেবুর খোসা স্কিন টনিক হিসেবেও কাজ করে।
মুখের দুর্গন্ধ এড়াতে : মুখের দুর্গন্ধ দূর করতে জুড়ি নেই লেবুরখোসার। প্রতিদিন সকালে খালি পেটে এবং কিছুক্ষণ পরপর সারাদিন লেবুর খোসা চিবাতে পারেন। এতে যেমন মাড়ি ভালো থাকবে, তেমনি নিঃশ্বাসে থাকবে প্রাকৃতিক সজীবতা।
গৃহস্থলীর কাজে ব্যবহার :
ফ্রিজ সতেজ রাখে : ফ্রিজকে গন্ধমুক্ত ও সুগন্ধময় করে রাখার জন্য ফ্রিজের ভেতর দু-টুকরো লেবুর খোসা রেখে দিন। উত্তম ফলাফল পাবেন।
রান্নাঘর সতেজ রাখে : রান্নাঘরের গন্ধযুক্ত ময়লা পরিষ্কার করার জন্য লেবুর খোসার ব্যবহার রান্নাঘরকে সতেজ রাখে।
মাইক্রোওয়েভ পরিষ্কার করতে : মাইক্রোওয়েভন তেল চিটচিটে হলে বাটিতে পানি দিয়ে লেবুর খোসা ছেড়ে গরম করে পানি দিয়ে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। এতেই মাইক্রোওয়েভ ঝকঝকে হয়ে যাবে।
দুর্গন্ধ এড়াতে : দুর্গন্ধযুক্ত স্থানে লেবুর খোসা ছিটিয়ে দিলে দুর্গন্ধ মুক্ত হয়। লেবুর খোসা গন্ধ শুষে নেয়।
পিঁপড়া ও তেলাপোকার হাত থেকে রক্ষা : পিপড়া, মাছি ও তেলাপোকার হাত থেকে রক্ষা পেতে ড্রয়ার, বুকসেলফ বা আলমারী যেখানে এদের উপদ্রব বেশী সেখানে লেবুর খোসা ছড়িয়ে দিন। উপকার পাবেন।
চায়ের কেটলি পরিষ্কার : চায়ের কেটলি পরিষ্কার করার জন্য কেটলিতে পানি নিয়ে লেবুর খোসা টুকরো করে কেটে নিয়ে সিদ্ধ করুন।একঘন্টা পর তাপ বন্ধ করে পরিষ্কার করলে সহজেই পরিষ্কার হয়ে যাবে।
চিনি ঝরঝর করতে : রান্না ঘরে চিনির কৌটায় এক টুকরো লেবুর খোসা রেখে দিলে চিনি ঝরঝর থাকবে।
লেবু নিত্যদিন গৃহের বিভিন্ন কাজে ও রুপচর্চায় ব্যবহার করা যায়।লেবুর খোসা অজান্তে অনেকেই ফেলে দেয়। ফেলে না দিয়ে আজই ব্যবহার করুন আপনার গৃহের কাজে এবং সৌন্দর্য চর্চায়।