পুরাতনেই হোক নতুন বরণ

পুরাতনেই হোক নতুন বরণ

রবিউল কমল : নতুন বছর মানেই নতুন করে নিজেকে সাজিয়ে তোলা। পাশাপাশি ঘরকেও নিজের মতো সাজিয়ে নিতে কার না ইচ্ছে হয়? কিন্তু সবসময় সবকিছু নতুন কেনা সম্ভব হয় না। তবে একটু চেষ্টা করলে পুরনো জিনিসেই ফিরিয়ে আনা যায় নতুনের চাকচিক্য। চলুন চট করে জেনে নেওয়া যাক সেই উপায়গুলো।


চিচিং ফাঁক :

দরজার পুরনো কব্জা শক্ত হয়ে গেছে? হাতলে কয়েক ফোঁটা নারকেল তেল লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এই সমস্যা থেকে মুক্তি পাবেন। অনেক সময় ভ্যানিটি ব্যাগ বা জিন্সের জিপার শক্ত হয়ে আটকে যায়। টানাটানি করলে কেটে যাওয়ার ভয় থাকে। মেটালের জিপার হলে পেন্সিলের গ্রাফাইট শিষ দিয়ে দু’পাশের চেন উপর-নীচ ভাল করে ঘষে নিন। পেন্সিলের পরিবর্তে ক্রেয়ন কিংবা বার সাবান দিয়েও ঘষে দেখতে পারেন। এতে কাজ না হলে নারকেল তেলে তুলা ভিজিয়ে দু‘পাশে ঘষতে থাকুন। এবার আস্তে আস্তে চেনটা টেনে দেখুন। যদি সহজেই খোলা বা বন্ধ না করা যায় তাহলে তুলা দিয়ে আবার ঘষে নিন, দেখবেন আপনার সাধের ব্যাগ কিংবা জিন্স আবার ব্যবহারের জন্য একেবারে তৈরি।

চকচকে চামড়া :

জুুতা হোক বা ব্যাগ, লেদারের আভিজাত্যই আলাদা। কিন্তু কয়েকবার ব্যবহারের পরেই কিংবা অনেকদিন অব্যবহারে ব্যাগ বা জুতায় সাদাটে ভাব চলে আসে। লেদারের উজ্জ্বলতা ফেরাতে এক বোতল পানিতে কয়েক ফোঁটা লিকুইড সাবান মিশিয়ে নিন। এবার একটি স্পঞ্জ বা কাপড়ে মিশ্রণটি নিয়ে আপনার ব্যাগ বা জুতা মুছে ফেলুন। এরপর স্বাভাবিকভাবে শুকিয়ে নিন। তবে চামড়ার জিনিস সরাসরি সূর্যালোকে রাখবেন না। উজ্জ্বলতা ফেরাতে কয়েক ফোটা অলিভ অয়েল দিয়ে সার্কুলার মোশনে পালিশ করুন। তবে জুতার ক্ষেত্রে খেয়াল রাখুন সোলে যেন না লাগে, এতে পা স্লিপ করার সম্ভাবনা থেকে যায়।

ঝকঝকে সিঙ্ক :

আধুনিক মডেলের কিচেনে সবকিছু ঢেকে রাখা গেলেও স্টেনলেস সিঙ্কে পানির দাগ বসে উজ্জ্বলতা হারিয়ে ফেলে। এজন্য তিন-চার চামচ বেকিং সোডার সাথে দুই টেবিল চামচ লবণ মিশিয়ে নিন। অল্প ভেজা ভাব থাকা অবস্থায় স্পঞ্জ দিয়ে পুরো সিঙ্কে মিশ্রণ লাগিয়ে কিছু সময় অপেক্ষা করুন। তারপর হালকা গরম পানি দিয়ে সিঙ্ক ধুয়ে ফেলুন। কিছু মিশ্রণ ব্রাশে লাগিয়ে কলের আশপাশ পরিষ্কার করতে পারেন। পানির দাগ তোলার জন্য ভিনেগারে স্পঞ্জ ডুবিয়ে ঘষে নিন। এবার সুতির কাপড় দিয়ে মুছে ফেলুন। সিঙ্ক হবে নতুনের মতো ঝকঝকে। favicon5

Sharing is caring!

Leave a Comment