ফার্নিচারের মেলা পান্থপথ
- সানজিদা রহমান
সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষের রুচির ব্যাপক পরিবর্তন এসেছে। নিজেদের পোশাক-পরিচ্ছদে সৌখিনতার পাশাপাশি তাদের আবাস্থলের সাজসজ্জায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। গৃহের সাজসজ্জার প্রতিযোগিতায় কেউই যেন পিছিয়ে নেই। নানান রকমের কাঠ, পারটেক্সট, বাঁশ কিংবা বেতের ফার্নিচার—এ সবকিছুই জায়গা করে নিচ্ছে গতানুগতিক মানুষের গৃহস্থালিতে।
রাজধানী ঢাকার পান্থপথ এলাকার ফার্নিচার মার্কেটের অবস্থা সেজন্যই পুরো বছরই রমরমা। বিভিন্ন রকমের কাঠ, পারটেক্স, জাহাজ এবং ওক কাঠের আসবাবের মেলা বসে যেন পান্থপথের পুরো রাস্তা জুড়ে। সারি সারি দোকানে দেখা যায় বাহারি রঙের, হাল ফ্যাশন অথবা নতুন যুগের বাহারি ডিজাইনের ফার্নিচার। খাট, সোফা, টেবিল, চেয়ার, ড্রয়িং কিংবা ডাইনিং টেবিল সবকিছুই পাওয়া যায় পান্থপথের এই বিশাল ফার্নিচার মার্কেটে।
ফার্নিচার মার্কেটের এক বিক্রেতা জানান, সারাবছরই তাদের বেচাকেনা ভালো হয়। বিশেষ করে ছুটির দিনগুলোতে এবং শুক্র-শনিবারে ক্রেতাদের চাপ বেশি থাকে। ক্রেতারা সবসময় নতুন কিছু চায় বলে প্রতিনিয়তই তাদের নতুন নতুন ডিজাইন তুলে ধরতে হয় ফার্নিচারে। বিক্রেতাদের সাথে কথা বলে আরো জানা যায়, সব দামের এবং সবরকম কাঠের ফার্ণিচার তারা বিক্রি করেন। সর্বনিম্ন ২০০০ থেকে সর্বোচ্চ দেড় লাখ টাকার ফার্নিচারও পাওয়া যায় এই মার্কেটে। যুগের সাথে তাল মিলিয়ে ব্যবসার প্রসারের জন্য কিছু দোকান অনলাইন সার্ভিস চালু করেছেন বলেও জানান তারা। সারা দেশে কুরিয়ার কিংবা এস এ পরিবহনের মাধ্যমে তারা ফার্নিচার ডেলিভারি দিয়ে থাকেন।
বর্তমানে বিভিন্ন ব্রান্ডের ফার্ণিচারের আনাগোনা বাড়লেও পুরোনো এই পান্থপথের ফার্নিচার মার্কেটের চাহিদা এখনো শীর্ষে। তাদের সাপ্তাহিক ছুটি মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি ছ’দিনেই এ ফার্নিচার মেলায় ভিড় জমান সব শ্রেণির ক্রেতারা।