প্রক্সির মাধ্যমে ভর্তি পরীক্ষায় অষ্টম, সাক্ষাৎকারে জালিয়াতি ফাঁস !
সজীব হোসাইন, রংপুর : চান্স পেতে এক ভর্তীচ্ছুক অন্যজনকে দিয়ে পরীক্ষা দেওয়ায়। তবে ভর্তি পরীক্ষা চলাকালে ওই ভুয়া পরীক্ষার্থী ধরা পড়েনি। পরে ভর্তীচ্ছুক মো. রিশাদ চৌধুরী রীতিমতো মেধা তালিকায় ৮ম অবস্থান নেন। বিধিবাম, সাক্ষাৎকার দিতে এসে হাতের যে লেখা মেলেনি, তখনই ধরা খেলেন ভর্তীচ্ছুক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আজ (৫ জানুয়ারি) ধরা পড়ে রিশাদ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) মো. শাহীনুর রহমান দি প্রমিনেন্টকে জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বি ইউনিটের ভর্তির জন্য সাক্ষাৎকার গ্রহণের সময় ব্যবসায় শিক্ষা গ্রুপের ২৭১৫৯৮ রোলধারী মো. রিশাদ চৌধুরীর জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। সাক্ষাৎকার গ্রহণের সময় ও এমআর শিটে থাকা হাতের লেখার সঙ্গে রিশাদের হাতের লেখা মিল না পাওয়ায় বিষয়টি প্রক্টরকে জানানো হয়।
জিজ্ঞাসাবাদে রিশাদ স্বীকার করে যে তার পরিবর্তে অন্য একজন ভর্তি পরীক্ষা দিয়েছিল। জালিয়াতির দায় স্বীকার করায় ওই শিক্ষার্থীর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।