গেট ইন দ্য রিং বিজয়ী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
নিউজ ডেস্ক : বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম স্টার্টআপ প্রতিযোগিতা ‘গেট ইন দ্য রিং’-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, নর্থসাউথ বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেধাবী প্রতিযোগীদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এন্টারপ্রিনিউরশিপ বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান ও তাঁর দল। আন্তর্জাতিক এ প্রতিযোগিতার জাতীয় পর্বে চূড়ান্ত বিজয়ী হওয়ার ফলে আতিকুর রহমান এবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠেয় এশীয় অঞ্চলের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
গতকাল রাজধানীর হোটেল রেডিসন ব্লু’র বল রুমে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতা শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান প্রধান অতিথি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান সবুর খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীর হাতে ট্রফি তুলে দেন।
অনুষ্ঠান শেষে কথা হয় বিজয়ী দলের সঙ্গে। আতিক জানান, তাঁর দলে আরও আছেন ড্যাফেডিল ইউনিভার্সিটির এন্টারপ্রিনিউরশিপ বিভাগের শিক্ষার্থী ইকবাল হোসেন শিমুল, আনতারা হোমায়রা এবং বিবিএ বিভাগের শিক্ষার্থী নুশরাত জাহান হ্যাপি।
এরপর প্রতিযোগিতার পদ্ধতি ব্যাখা করেন আতিক, ‘এই প্রতিযোগিতায় একজন সিইও থাকেন যাকে তার প্রতিষ্ঠানের কোনো একটি ব্যবসায়িক প্রকল্প বিচারকদের সামনে ব্যাখা করে বোঝাতে হয়। আমার দলে আমি ছিলাম সিইও এবং বাকিরা ছিলেন সিও।’
স্বাভাবিকভাবে আমাদের পরের প্রশ্ন, ‘আপনাদের প্রকল্পের নাম কি ছিল?’ উত্তরে ইকবাল হোসেন শিমুল বলেন, ‘আমাদের প্রকল্পের নাম ‘‘ফুড ফর পিপল’’। এটি একটি ইন্টারনেট ভিত্তিক অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে যে কেউ তাদের বেঁচে যাওয়া খাবারের কথা জানাতে পারবেন।’
শিমুলের কথা শেষ হতে না হতেই হোমায়রা বলতে শুরু করেন, ‘আসলে ব্যাপারটা হচ্ছে বিয়ে, বৌভাত, জন্মদিন এরকম বিভিন্ন অনুষ্ঠানে অনেক খাবার বেঁচে যায়। এই খাবার সাধারণত ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। এখন থেকে খাবারগুলো ফেলে না দিয়ে ফুড ফর পিপল অ্যাপের ম্যাসেজ অপশনে গিয়ে ঠিকানা লিখে দিলে আমাদের লোকজন সেই খাবার নিয়ে আসবে। তারপর সেই খাবার বিতরণ করা হবে গরীব-দুঃখী অনাহারী মানুষের মাঝে।’
হোমায়রার মুখ থেকে কথা কেড়ে নিয়ে এবার কথা শুরু করেন হ্যাপি, ‘এই আইডিয়া উপস্থাপন করেই আমরা বিজয়ী শিরোপা অর্জন করেছি। আইডিয়া উন্নয়নে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন বিভাগীয় প্রধান সৈয়দ মারুফ রেজা স্যার। এখন সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিতব্য এশিয়া অঞ্চলের প্রতিযোগিতায় বাংলাদেশের থেকে প্রতিনিধত্ব করবেন আতিকুর রহমান।’
এতক্ষণ চুপচাপ দলের সদস্যদের কথা শুনছিলেন আতিক। এবার নিজেই বলতে শুরু করেন, ‘নিজ দেশের প্রতিযোগিদের সঙ্গে লড়াই করে বিজয়ী হয়েছি, এবার লড়াই করতে হবে এশিয়া অঞ্চলের প্রতেযোগীদের সঙ্গে। সেখানে ভারত, পাকিস্তান, নেপাল, চীন, জাপানসহ এশিয়ার বিভিন্ন দেশের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেওয়া প্রতিযোগিদের সঙ্গে লড়াই করতে হবে। চ্যালেঞ্চটা তাই বেশি। তবে আত্মবিশ্বাসের কমতি নেই। আশা করি রিয়াদ থেকেও শিরোপা নিয়েই দেশে ফিরব।’
এর আগে গত ৮ জানুয়ারি ড্যাফোডিল ইউনিভিার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছিল গেট ইন দ্য রিং প্রতিযোতিার প্রাথমিক পর্ব। সে পর্বে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পায় ড্যাফোডিল ইউনিভার্সিটির আতিকুরের দল।
উল্লেখ্য, ‘গেট ইন দ্য রিং’ মার্কিন যুক্তরাষ্ট্রের কাফম্যান ফাউন্ডেশনের উদ্ভাবিত একটি গ্লোবাল স্টার্টআপ প্রতিযোগিতা। বাংলাদেশে প্রথমবারের মতো প্রতিযোগিতাটি আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।