শুক্রবারও খোলা ইসলামী বিশ্ববিদ্যালয়
শাহজাহান নবীন, কুষ্টিয়া : সপ্তাহের অন্যান্য দিনের মতো আগামী শুক্রবারও স্বাভাবিকভাবেই চলবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্বেও ওই দিন ক্লাস-পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যালয়ে বিভাগীয় সভাপতিদের নিয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষক সমিতি কার্যালয় সূত্র জানায়, বৈঠকে আগামী শুক্রবার ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম চালু রাখার সর্ব সম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত ১১ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পালিত কর্মবিরতিতে একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তাই অন্যান্য দিনের মতো শুক্রবারও বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে ওইদিন ক্যাম্পাসের বাস সার্ভিস চালু থাকবে।
এছাড়া বেলা দুইটার পর থেকে সকল বিভাগের চুড়ান্ত পরীক্ষা গ্রহণ করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি সপ্তাহের যেকোন দিন প্রত্যেকটি বিভাগের যেকোন শিক্ষক প্রয়োজন মনে করলে দুইটার পরও ক্লাস-পরীক্ষা নিতে পারবেন বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এমতাজ হোসেন বলেন, ‘শিক্ষক সমিতি শুধু শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট কাজই করে না শিক্ষার্থীদের স্বার্থ নিয়েও আমরা কাজ করছি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সময় ও কর্মকাণ্ডে পরিবর্তন আনা জরুরী। আশা করছি সব বিভাগের শিক্ষকদের নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিতে পারবো।’
উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, ‘শুক্রবার ক্লাস-পরীক্ষা নেওয়ার কঠিন কাজটি নিয়ে শিক্ষক সমিতি শিক্ষকদেরকে ঐক্যমতে আনতে পেরেছেন শুনে খুব ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড এমনটিই হওয়া উচিত। প্রশাসন শিক্ষকদেরকে সার্বিক সহযোগীতা নিশ্চিত করবে।’