সেরা ছবির পুরস্কার পেলেন সিদ্দিক
নিউজ ডেস্ক : ‘বিউটিফুল বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম হয়েছেন শেখ আবু সিদ্দিক। তিন দিনের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে। ২৪ জানুয়ারি থেকে শুরু ‘অজন্তা ফ্যাশন বিউটিফুল বাংলাদেশ ফটোগ্রাফী কনটেস্ট ২০১৬’ প্রতিযোগিতায় দুই শতাধিক আলোকচিত্রীর আলোকচিত্র প্রদর্শিত হয়। এদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন শেখ আবু সিদ্দিক। বিজয়ী হিসেবে ৩০ হাজার টাকা ও ঢাকা-সেন্ট মার্টিনে ভ্রমণের টিকিট পেয়েছেন তিনি।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জনাব রাশেদ খান মেনন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতারুজ জামান খান কবীর এবং সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান।
এ আলোকচিত্র প্রতিযোগীতার মূল উপজীব্য বিষয় ছিল আবহমান বাংলার প্রকৃতি, ইতহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও উৎসব। সারাদেশ থেকে অংশ নেয়া ২৫০টি ছবি থেকে বিজ্ঞ বিচারকমণ্ডলীর রায়ে বাছাই করা সেরা ৩০টি ছবি চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত হয়। বিজ্ঞ বিচারকমণ্ডলীর রায়ে সেরা প্রথম তিনটি আলোকচিত্রকে পুরস্কৃত করা হয়।