ইবিতে ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে ছাত্রলীগের মারধর
শাহজাহান নবীন, কুষ্টিয়া : ত্চ্ছু ঘটনাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে মারধর করেছে ছাত্রলীগের একটি গ্রুপের কর্মীরা। ঘটনার পরপরই ছাত্রলীগের স্থানীয় গ্রুপের কর্মীরা মারধরকারী গ্রুপকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এরই প্রতিবাদে ক্যাফেটেরিয়া বন্ধ রয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী মাহফুজ মাসুদ ও তার বন্ধুরা বৈঠক করছিল। এসময় ক্যাফেটেরিয়ার ম্যানেজার বিপ্লব হোসেন তাদেরকে শিক্ষক লাউঞ্জ থেকে বাইরে গিয়ে ক্যাফেটেরিয়ার অন্য পাশে বসে বৈঠক করার জন্য বলেন। এতে ছাত্রলীগ কর্মী মাসুদের বন্ধুরা ম্যানেজারের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এসময় তারা ম্যানেজারকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে ম্যানেজার বিপ্লব হোসেনের বাড়ী পার্শ্ববর্তী শেখপাড়ায় হওয়ার কারণে ছাত্রলীগের স্থানীয় গ্রুপের কর্মীদের খবর দেয় বিপ্লব। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাহফুজ মাসুদ সহ তার বন্ধুদেরকে ধাওয়া করে ছাত্রলীগের স্থানীয় গ্রুপের কর্মীরা। ধাওয়া খেয়ে মাসুদ ও তার বন্ধুরা অনুষদ ভবনে গিয়ে আশ্রয় নেয়।
ক্যাফেটেরিয়ার ম্যানেজার বিপ্লব হোসেন বলেন-‘মাসুদ ও তার বন্ধুরা ক্যাফেটেরিয়ার শিক্ষকদের নির্ধারিত লাউঞ্জে বসে বৈঠক করছিল। আমি তাদেরকে বলি যে, শিক্ষকদের লাউঞ্জে ছাত্রদের খাওয়া ও বৈঠক করার ব্যাপারে প্রক্টর স্যার ও প্রশাসনের নিষেধ আছে। তাদেরকে অন্য পাশে গিয়ে বসতে বললে তারা আমাকে মারধর করে।’
ছাত্রলীগ কর্মী মাহফুজ মাসুদ বলেন-‘ক্যাফেটেরিয়ার ম্যানেজারের সাথে আমার অনেক ভালো পরিচয় রয়েছে। কিন্তু লাউঞ্জ থেকে বের হওয়ার জন্য সে হুমকি দিলে আমার বন্ধু উত্তেজিত হয়ে পড়ে। তবে মারধরের মতো কোন ঘটনা ঘটেনি।’
প্রক্টর ড. মাহবুবর রহমান বলেন-‘উভয় পক্ষ্যের সাথে কথা বলে এব্যাপারে মীমাংসা করা হয়েছে। এটা একটা ভুল বোঝাবুঝির অংশ ছাড়া কিছু না।’