ড্যাফোডিলের প্রজাপতির পাখনা
সুমনা মাহি : ভারতের লক্ষনৌ থেকে দেশেন জন্য সম্মন বয়ে আনলেন ‘প্রজাপতির পাখনা’খ্যাত নাফিজা রহমান মৌ। গত ২৫-২৯ ফেব্রুয়ারি ভারতের উত্তর প্রদেশ লক্ষনৌতে অবস্থিত বাবা সাহেব ভীমরাও আমবেদকার ইউনিভার্সিটিতে অনুষ্ঠেয় ৯ম সাউথ এশিয়ান ইয়ুথ ফেস্টিভ্যলে যোগ দেন এবং তাঁর দল সেরা পারফর্মারের পুরস্কার লাভ করেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাজিফা পরিচিত প্রজাপতির পাখনা নামে। তিনি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি জড়িত আছেন ইএলসি, এসবিএসএফ বন্ধুসভা ও বিভিন্ন ক্লাবে। তা ছাড়া তিনি নেতৃত্বের দায়িত্বে আছেন ডিআইইউ সাংস্কৃতিক ক্লাবের।
মৌ ইংরেজী বিভাগের শিক্ষার্থী হলেও গণ্ডীবদ্ধ নন পাঠ্যবইয়ের পড়ালেখার মধ্যে।বিভিন্ন বিষয় নিয়ে তার জানার আগ্রহ অসিম, তাই তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও কর্মশালায় প্রায়ই যোগদান করে থাকেন।
মৌ বলেন,আমি নিজেকে প্রথমত মানুষ ভাবি তারপর নারী। তাই নিজেকে আগে সমাজের বুকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’