ড্যাফোডিল ইউনিভার্সিটির ক্রিকেট দল এখন ভারতে
সুমনা মাহি : ভারতের মাটিতে খেলবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। কলিঙ্গ ইন্সটিটিউট অব ইন্ড্রাস্টিয়াল টেকনোলজি (কেআইআইটি) কতৃক আয়োজিত ভারতের উড়িষ্যা প্রদেশের ভূবনেশ্বরে অনুষ্টিব্য অল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডি/এন টি-২০ টুর্নামেন্ট কেআইটি প্রিমিয়ার লীগ (কে পি এল) ২০১৬-এ অংশগ্রহণ করতে ভারত রওনা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তরুণ ক্রিকেট দল। টুর্নামেন্ট চলবে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ভারতের ১১টি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ ১২টি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলো চারটি বিভাগে ভাগ হয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিট্রার ও দলের ম্যনেজার ইসহাক মিজি ১৬ সদস্যের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্রিকেট দলের নেতৃত্ব দিচ্ছেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফেব্রুয়ারির ২১ তারিখে হায়দ্রাবাদের অন্ধ্র ইউনিভার্সিটির সাথে প্রথম ম্যাচে এবং ফেব্রুয়ারির ২৩ তারিখে দিল্লি ইউনিভার্সিটির মুখোমুখি হবে।