ড্যাফোডিলে ছবি প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নিউজ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউভাসিটিতে চর্তুদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনলাইন ছবি প্রদর্শনী ও প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। গতকাল রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম. ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমিরিটাস অধ্যাপক ড. আমিনুল ইসলাম এবং অধ্যাপক ড. এম লুৎফর রহমান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের পরিচালক এবং ১৪তম প্রতিষ্ঠিাবার্ষিকীর সমন্বয়ক ড. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর প্রধান আলোকচিত্রী জিয়া ইসলাম। বক্তব্য রাখেন পরিচালক ড্যাফোডিল ইনটারন্যামনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত অনলাইন ছবি প্রতিযোগীতায় প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৩০টি ছবি প্রদর্শনীতে স্থান পায়। অনলাইন ভোটের মাধ্যেমে সেরা ৩০টি ছবিকে পুরস্কৃত করা হয়। এ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রুবায়েত শুভ, দ্বিতীয় হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহফুজুল হক শিহাব এবং তৃতীয় স্থান অর্জন করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রিয়াদ উদ্দিন।