বেরোবিতে ইয়ুথ ফেস্ট
সজীব হোসাইন, রংপুর: ‘রূপান্তরের জন্য জ্ঞান’—স্লোগান নিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী ২৫ মার্চ বাংলাদেশ ব্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজনে ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ(ডিসিসিআই) সহায়তায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ইয়ুথ ফেস্ট ২০১৬’।
আজ (৮ মার্চ) আয়োজক সংগঠনের পক্ষ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক সাব্বীর আহমেদ চৌধুরী এসব তথ্য জানান। এতে রংপুর অঞ্চলের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
প্রতিযোগিতায় থাকবে সামাজিক সমস্যা সমাধান, প্রযুক্তি ও মুঠোফোন, বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ, ২০২৫ সালে আঞ্চলিক অর্থনীতির অবস্থা কেমন হবে ও তখনকার অর্থনীতির চালিকাশক্তি কী কী হতে পারে তা চিহ্নিত করা এবং নারী উদ্যোক্তাদের বিভিন্ন ব্যবসায়ী উদ্যোগের ধারণা উপস্থাপন।
প্রতিযোগিতা ও অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য www.youthfest.bbf.digital -এই ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। এ ছাড়া যাবতীয় তথ্য পাওয়া যাবে www.fb/events/1023244261047296/ ফেসবুক পেজে।