ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘বাপজানের বায়স্কোপ’
শাহজাহান নবীন, কুষ্টিয়া : ইসলামী বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির উদ্যোগে দুই দিনব্যাপী চলচ্চিত্র ‘বাপজানের বায়স্কোপ’ প্রদর্শণী হয়েছে। মঙ্গলবার শুরু হয়ে আজ বুধবার দ্বিতীয় দিনের মত প্রদর্শনীর মধ্যদিয়ে শেষ হয়েছে এই যজ্ঞ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক রেজওয়ান রিজুর পরিচালিত ‘বাপজানের বায়স্কোপ’ চলচ্চিত্রটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনাতনে প্রদর্শিত হয়।
পরিচালক মাসুম রেজার কাহিনী ও সংলাপে ’বাপজানের বায়স্কোপ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, সানজিদা তন্ময়, মাসুদ মহিউদ্দিন, তারেক বাবু প্রমুখ।
মঙ্গলবার প্রদর্শনীর প্রথম দিনে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এছাড়া বুধবার প্রদর্শনীর দ্বিতীয় দিনেও দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মিলনায়তন।
মহান মুক্তিযুদ্ধের কাহিনী ও শহীদদের আত্মত্যাগের মহান চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই চলচ্ছিত্রের মাধম্যে। দ্বিতীয় দিন প্রদর্শনী শুরুর আগে বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক গৌতম কুমার শুভ সংগঠনের বিগত বছর গুলোর কর্মকান্ড দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেন।