ড্যাফোডিলে শুরু হচ্ছে ‘পাবলিক স্পিকিং ও বিতর্ক প্রতিযোগিতা’
মোঃ মাইনুল হাসান দুলন, আশুলিয়া : যুক্তি কেবল সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায় না, দূর করে অন্ধত্ব, বুদ্ধিমত্তাকে করে সমৃদ্ধ। এই স্লোগানকে সামনে রেখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্ষিটির আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসে শুরু হতে যাচ্ছে প্রায় দু’সপ্তাহ্ ব্যাপি ‘পাবলিক স্পিকিং ও বিতর্ক প্রতিযোগিতা’।এই প্রতিয়োগীতায় বিশ্ববিদ্যালটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আজ (১০ মার্র্চ) দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতার খুঁটিনাটি বিষয়গুলো শিক্ষার্থীদের বুঝিয়ে দেয়া হবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আফেয়ার্সের সহকারী পরিচালক ইজাজুর রহমান সজল বলেন, ‘প্রত্যেকেই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসকে সবুজ ক্যাম্পাস হিসেবে জানে। কিন্তু এখানের শিক্ষার্থীরা যে এর চেয়েও বেশি সজীব, প্রাঞ্জল ও বুদ্ধিমত্তা সম্পন্ন সেটার প্রমাণ করার জন্য আমরা অনেকগুলো প্রদক্ষেপ হাতে নিয়েছি, তারই অংশ বিশেষ এটি। আমরা আশাবাদি এটি আমাদের কাঙ্খিত উদ্দেশ্য সাধনে বড় ভূমিকা রাখবে।’