‘গ্রামে গিয়ে যা দেখেছি যা শিখেছি’
তাজবিদুল সিহাব, গণ বিশ্ববিদ্যালয় (সাভার) : ‘একমাস গ্রামে থেকে যা দেখেছি যা শিখেছি’ শীর্ষক এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হবে গণ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে। আগামীকাল (১২ মার্চ) সকাল ১০ টায় অনুষ্ঠানে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের এমবিবিএস ২১ তম ব্যাচ ও গণ বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরোপী ২৯ তম ব্যাচের শিক্ষার্থীরা তাঁদের অর্জিত অভিজ্ঞতা উপস্থাপন করবেন।
আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।
অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের সিনিয়র স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বুসরা বিনতে আলম প্রধান অতিথি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ্ সিস্টেমের টিম লিডার ডা. ভেলেরিয়া ডি অলিভেরিয়া ক্রুজ বিশেষ অতিথি এবং বিশিষ্ট অথনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ।