১৬ মার্চ বসছে ‘যুব ছায়া সংসদ’ এর তৃতীয় অধিবেশন
- ক্যাম্পাস ডেস্ক
স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার ও অক্সফ্যাম। এই সংগঠনটির মুল লক্ষ্য ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠন। আর এজন্য যুবকদের সংগঠিত করা এবং তাদের আত্নশক্তিকে বিকশিত করার লক্ষ্যে কাজ করছে সংগঠনটি।
দেশের সকল কর্মক্ষম নাগরিকদের যোগ্যতানুসারে কাজ পাওয়ার অধিকার তথা ‘কর্ম অধিকার’ নিশ্চিত করার দাবীতে ‘যুব ছায়া সংসদ’ এর তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে আগামী বুধবার ১৬ মার্চ বিকাল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।
এটি অনুষ্ঠিত হবে মহান জাতীয় সংসদ এর আদলে। ‘যুব ছায়া সংসদ’ এর এবারের অধিবেশনে দেশের ৩০০টি নির্বাচনী এলাকা থেকে ৩০০ জন যুবক প্রতিনিধিত্ব করবেন। যাদের প্রত্যেকর বয়স ২৫ বছরের কম হতে হবে। এবারের অধিবেশনে বাংলাদেশে কর্ম অধিকার নিশ্চিতকরণের পথে বিরাজমান প্রতিবন্ধকতাসমূহ আলোচনা এবং এ বিষয়ে প্রস্তাবনা তুলে ধরবেন প্রতিনিধিরা।
‘যুব ছায়া সংসদ’ এর এই অধিবেশনটিতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক খাদ্য মন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বিশেষ অতিথি হিসেবে আরো থাকবেন সাবেক ডাকসু নেতা ও বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং এনজিও বিষয়ক ব্যূরোর পরিচালক কে এম সালাম।
এবারের অধিবেশন নিয়ে সংগঠনটির সভাপতি আবদুল্লাহ আল কাইয়ূম বেশ আশাবাদি। 

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	