শহীদ আব্দুর রবের মৃত্যুবার্ষিকী পালন করবে চবিসাস
- জোবায়ের চৌধুরী, চট্টগ্রাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) প্রথম সাধারণ সম্পাদক এবং মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ ছাত্রনেতা আব্দুর রবের মৃত্যুবার্ষিকী পালন করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(চবিসাস)। আগামী ১৩ এপ্রিল শহীদ আব্দুর রবের ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
চবিসাস সূত্রে জানা যায়, গতকাল (৩ এপ্রিল) অনুষ্ঠিত চবিসাসের সাধারণ সভায় সমিতির সভাপতি ফারুক আব্দুল্লাহ শহীদ আব্দুর রবের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সরণ সভা আয়োজনের প্রস্তাব উত্থাপন করেন। এসময় প্রস্তাবটি সমিতির সভার এজেন্ডাভুক্ত করা হয়। পরে সমিতির সকল সদস্যদের সম্মতিক্রমে স্মরণসভা ও আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত হয়।
চবি সাংবাদিক সমিতির সভাপতি ফারুক আব্দুল্লাহ দি প্রমিনেন্টকে এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, শহীদ আব্দুর রব ১৯৬৯-৭০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) প্রথম নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ছাত্রদের সংগঠিত করে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন এ ছাত্রনেতা। ১৯৭১ সালের ১৩ এপ্রিল ভারতে প্রশিক্ষণ নিতে যাওয়ার সময় বর্তমান চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (তৎকালীন চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ) এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমনে গুলিবিদ্ধ হয়ে শাহাদাৎ বরণ করেন।