চবিতে পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজন
- জোবায়ের চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ উদযাপন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পরিবার। আজ (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী তাঁর নিজ কার্যলয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
লিখিত বক্তব্যে প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ‘প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার। এ আয়োজনের অংশ হিসেবে ১৪ এপ্রিল সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হবে।’
তিনি আরাও জানান, সকাল সাড়ে ৯টায় হবে জারুল তলায় অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, বিকেল ৩টায় শিল্পী রনোক ঠাকুর ও তাঁর দলের বাউল সংগীত পরিবেশনা এবং বিকেল ৪টায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুর জব্বার ও মনোরঞ্জন ঘোষালের পরিবেশনা।
এছাড়াও অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের জাদুঘর চত্বরে ঐতিহ্যবাহী পুতুল নাচ, মুক্তমঞ্চে বলীখেলা, বুদ্ধিজীবী চত্বরে কাবাডি খেলা, বিজ্ঞান অনুষদ চত্বরে লাঠি খেলা ও চাকসু চত্বরে বউচি খেলা।