বর্ষবরণের প্রস্তুতিতে বর্ণিল ড্যাফোডিল
- সুমনা মাহি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা
প্রতিবারের মতো এবারও ড্যফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসির্টি বাংলা নববর্ষ পালন করতে যাছে। এ উপলক্ষে ক্যাম্পাস মেতেছে নতুন আঙ্গিকে।
এপ্রিলের এক তারিখ থেকেই শুরু হয়ে গেছে ছবি তোলার উৎসব। এ ছাড়াও ১১ থেকে ১৩ এপ্রিল (২৮ থেকে ৩০শে চৈত্র) তিন দিনব্যাপী মেহেদী উৎসব করা হবে। চৈত্র সংক্রান্তির দিন (১৩ এপ্রিল) বিকাল ৪টায় ড্যাফোডিল টাওয়ার-৫ এর সামনে জলকেলি উৎসবের আয়োজন করা হয়েছে। এছাড়াও রাতে থাকবে আলপনা উৎসব।
পরদিন পহেলা বৈশাখ। এই বিশেষ দিনটি জুড়ে থাকবে নানা আয়োজন। সকালে দলীয় সংগীতের মাধ্যমে নতুন বছরকে আমন্ত্রণ জানানোর পর শিক্ষার্থীদের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা ও দিনব্যাপী অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।