পরিস্থিতি সামলাতে পুলিশের নয়া কৌশল
নিউজ ডেস্ক: আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো কঠোরতম করার লক্ষ্যে মাঠে নেমেছে পুলিশ বাহিনী। জনগণের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে পুলিশ সদস্যরা। নিরাপত্তার স্বার্থে জনগণের দুয়ারে যাচ্ছেন তারা।
প্রত্যেক বাড়িওয়ালাকে একটি নিবন্ধন ফর্ম দিয়ে বাড়ির মালিকের সকল তথ্য, ভাড়াটিয়াদের তথ্যাদি, এমনকি কাজের লোক এবং গাড়ীর ড্রাইভারের সকল তথ্যও এই ফর্মে লিপিবদ্ধ করে থানায় জমা দিতে বলা হচ্ছে। জনগণের নিরাপত্তার সুবিধার্থে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে এবং তা পালাক্রমে পুরো রাজধানীতেই ছড়িয়ে দেওয়া হবে বরে জানিয়েছন মোহাম্মদপুর থানা পুলিশ।
আজ বিকালে একজন পুলিশ সদস্য বলেন, ফর্মের সঙ্গে ভাড়াটিয়াদের এক কপি ছবি নেওয়া হচ্ছে। বাড়ীর মালিকদের বলে দেওয়া হচ্ছে সকল ভাড়াটিয়াদের ভোটার আইডি কার্ড, অফিসিয়াল আইডি কার্ড সংরক্ষণ করতে বলা হয়েছে। কারণ অনেক অপরাধী ভুয়া নাম দিয়ে বাসা ভাড়া করে অপরাধ কার্যক্রম পরিচালনা করেন।
নিরাপত্তা, সতর্কতা এবং অপরাধ বিষয়ে গণসচেতনা সৃষ্টি এবং এই সচেতনাকে জনগণের কাছে ছড়িয়ে দিতে এ উদ্যোগ নিয়েছে ডিএমপি।