ব্যাংকিং মেলা শুরু ২৪ নভেম্বর
নিউজ ডেস্ক: দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাংকিং মেলা-২০১৫। বাংলোদেশ ব্যাংকের আয়োজনে ৫ দিনের এ মেলা আগামী ২৪ নভেম্বর বাংলা একাডেমি প্রাঙ্গনে শুরু হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করবেন। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল দশটায় শুরু হয়ে রাত নয়টায় শেষ হবে মেলা।
মেলায় ব্যাংকিং পণ্য ও সেবা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করা হবে। এছাড়া জাতীয় পর্যায়ে ব্যাংকিং খাতের পণ্য ও সেবাসমূহের প্রচার ও প্রসারের মাধ্যমে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুষম বন্টন নিশ্চিত করতে মেলায় দিক নির্দেশনা দেওয়া হবে।
মেলায় বাংলাদেশ ব্যাংকের তফসিল ভুক্ত সকল ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের স্টল থাকবে। এ ছাড়া দিনব্যাপী সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা, আর্থিক শিক্ষা বিষয়ক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।