অনুমতি ছাড়াই গুলি !
নিউজ ডেস্ক: এখন থেকে আক্রান্ত হলেই গুলি করার অধিকার পাচ্ছে পুলিশ। চেকপোস্ট কিংবা টহলকালে কোনো ভাবে পুলিশের ওপর হামলা হলে নিরাপত্তার স্বার্থে পুলিশকে গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। একই সঙ্গে চেকপোস্ট বসানোর সময় অন্তত একটি অস্ত্রের চেম্বারে গুলিভর্তি রাখতে বলেছেন তিনি।
গতকাল বুধবার ডিএমপি সদর দপ্তরে বৈঠকে এ সিন্ধান্ত নেওয়া হয়। এতে পুলিশ সদস্যদের চারটি নির্দেশনা দেওয়া হয় বলে বৈঠকে অংশ নেওয়া একাধিক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন।
নির্দেশনাগুলো হলো:
০১. পর্যাপ্ত লোকবল বা পুলিশ সদস্য না থাকলে তল্লাশি চৌকি বসানো যাবে না।
০২. তল্লাশি চৌকিতে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের বুলেটপ্রুফ জ্যাকেট পরতে হবে।
০৩. তল্লাশি চৌকিতে অন্তত একটি অস্ত্র গুলিভর্তি থাকতে হবে।
০৪. আক্রান্ত হলে অনুমতির অপেক্ষা না করেই গুলি চালাতে হবে।
এদিকে পুলিশ সদর দপ্তর থেকে একই ধরনের নির্দেশনা সারা দেশের পুলিশ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।