ব্যাংক খাতে পরিবর্তন এসেছে
নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, আপাতদৃষ্টিতে পরিষ্কার না হলেও আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে। যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে সেগুলো সমাধানের চেষ্টা চলছে। তাই অন্যান্য খাতের তুলনায় দেশের আর্থিক খাতের ওপর মানুষের আস্থা দিনদিন বাড়ছে।
বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে গভর্নর বলেন, এই খাতে লেনদেন প্রক্রিয়ায় অনেক পরিবর্তন এসেছে, এখন খুব সহজে মানুষ লেনদেন করতে পারে। দিনদিন এটা আরও সহজ হচ্ছে।
আজ শনিবার সকালে ‘ব্যাংকিং ইন বাংলাদেশঃ দ্য লিপ ফরোয়ার্ড’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে তিনি বক্তব্য দেন। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন এবিবি চেয়ারম্যান আলী রেজা ইফতেখার।
ব্যাংকগুলোকে দীর্ঘ মেয়াদি সঞ্চয় নিশ্চিত করে দীর্ঘ মেয়াদি বিনিয়োগের দিকে যাওয়ার আহ্বান জানান গভর্নর আতিউর রহমান। তিনি বলেন, পাঁচ বছরের সঞ্চয় দিয়ে ১০ বছরের বিনিয়োগে যেতে চাইলে টেনশন হওয়া স্বাভাবিক। তাই দীর্ঘ মেয়াদি সঞ্চয়ের দিকে যেতে হবে। দীর্ঘ মেয়াদি সঞ্চয় নিশ্চিত করে যেতেই হবে দীর্ঘ মেয়াদি বিনিয়োগের দিকে। উড়াল সড়ক-চার লেনের মতো বড় প্রকল্পে ব্যাংকগুলোর বিনিয়োগ করার মতো সময় এসেছে। বিষয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো অনুধাবন করতে পারছে বলে তিনি মনে করেন।