ফ্রান্সে হতাহতের মধ্যে বাংলাদেশি নেই : রাষ্ট্রদূত
নিউজ ডেস্ক: ফ্রান্সের প্যারিসে সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম।
রাষ্ট্রদূত বলেন, ‘এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর আমরা পাই নি। প্রবাসী বাংলাদেশিরা মূলত প্যারিসের শহরতলির দিকে থাকেন।আর যে জায়গায় এ হামলাগুলো হয়েছে সেগুলো অভিজাত এলাকা। এখানে ফ্রান্সের বিত্তবানরাই বসবাস করেন। তারপরও আমরা ঘটনার পর্যবেক্ষণ করছি ও খোঁজখবর রাখছি।’
স্থানীয় সময় শুক্রবার রাতে প্যারিসে প্রায় একই সময়ে ছয়টি স্থানে সিরিজ বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৫৩ জন লোক নিহত হয়। আহত হয় শতাধিক লোক।
হামলার ঘটনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ফ্রান্সজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সব সীমান্তও।
বোমা হামলার পর প্যারিসের বাসিন্দাদের যার যার বাড়িতে অবস্থান করতে পরামর্শ দিয়েছে সরকার। শহরে নামানো হয়েছে দেড় হাজার বাড়তি সেনাসদস্যকে। হামলার তদন্তে এরই মধ্যে মাঠে নেমেছেন ফ্রান্সের গোয়েন্দা কর্মকর্তারা।