আমরা জনগণকে নিয়ে কাজ করছি : স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের প্রশাসন জনগণকে সঙ্গে নিয়ে কাজ করছে বলেই বিভিন্ন সময়ে জঙ্গি উত্থান, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমন করা সম্ভব হয়েছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমরা মনে করি জনগণই আমাদের শক্তি।
আজ জাতীয় প্রেসক্লাবে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে শহীদ নূর হোসেন স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিভিন্নভাবে বিশৃঙ্খলা করতে চায়, দেশে জঙ্গির উত্থান ঘটাতে চায়, জনগণই তার প্রতিবাদ করছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আমাদের প্রশাসন জনগণকে সঙ্গে নিয়ে কাজ করছে আর সে জন্যই আমরা সফল হচ্ছি, এগিয়ে যাচ্ছি।’
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী সকাল সাতটায় শহীদ নূর হোসেন স্কয়ারে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ ও অন্য সহযোগী সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।