আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ : আইএমএফ
নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশে আগামী অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছে সাত শতাংশ। বাংলাদেশ সফর শেষে সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থার একটি বিশেষজ্ঞ দল।
আইএমএফ বলছে, ২০১৬ সালের অর্থবছরে মুদ্রাস্ফিতি ও প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ২০১৫ সালের মতোই থাকবে। তবে সরকারি চাকুরিজীবীদের বেতন, বিনিয়োগ, রেমিট্যান্স বৃদ্ধি, বর্তমানে বাহ্যিক হিসাবে মাঝারি ধরনের আর্থিক স্বল্পতা থাকার কারণে সাত শতাংশ প্রবৃদ্ধি হতে পারে দেশটিতে।
তবে এই প্রতিবেদনে বেশ কিছু চ্যালেঞ্জের কথাও উল্লেখ করা হয়েছে । জিডিপিতে আয়করের অবদানের ক্ষেত্রে বিশ্বে সর্বনিম্ন দেশগুলোর একটি বাংলাদেশ। এ অবস্থা আগামী অর্থবছরেও উত্তরণ করা সম্ভব হবে না বলে জানিয়েছে আইএএফ।
আইএমএফ আরো জানায়, অবকাঠামোর ক্ষেত্রে সরকারি ব্যয় ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী উন্নয়নের পদক্ষেপও অনেক কম বাংলাদেশে। বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসুবিধাও রয়েছে।
প্রতিবেদনটিতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি এবং দেশের অর্থব্যবস্থাকে আরো সুসংসহত করতে প্রবৃদ্ধি বাড়নোর ওপর গুরুত্বারোপ করা হয়। নভেম্বর ৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত দেশের অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ বিভিন্ন সেক্টরের কর্তা ব্যক্তিদের সঙ্গে আলোচনার পর আইএমএফের বিশেষজ্ঞ টিম এ প্রতিবেদন তৈরি করেন।