টিআইবি’র নিবন্ধন বাতিলের সুপারিশ
নিউজ ডেস্ক: জাতীয় সংসদকে ‘পুতুল নাচের নাট্যশালা’ বলায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-র নিবন্ধন বাতিলের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বুধবার এক সংবাদ সম্মেলনে সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, ‘টিআইবি সংসদকে ‘পুতুল নাচের নাট্যশালা’ বলেছে। দেশের প্রচলিত আইনে আছে সংসদ, সংবিধান ও রাষ্ট্র সম্পর্কে কেউ বিদ্বেষমূলক কথা বলতে পারবে না। কিন্তু তারা এরকম কথা বলেছে, তাদেরকে ভুল স্বীকারের জন্যে তিন দিন সময় দেওয়া হয়েছিল কিন্তু তারা এখনো ভুল স্বীকার করেনি।’ তিনি আরো বলেন, ‘যেহেতু আমরা নিবন্ধন বাতিলের সুপারিশ করেছি, তাই এনজিও বিষয়ক ব্যুরো এখন তাদের নিবন্ধন বাতিল করবে।’
জার্মানির বার্লিন ভিত্তিক এ সংগঠনটি আন্তর্জাতিক উন্নয়নে বিভিন্ন সংস্থা ও রাজনৈতিকভাবে সম্পৃক্ত দুর্নীতি পর্যবেক্ষণপূর্বক তা জন সাধারণের কাছে তুলে ধরে।