সময় লাগবে বাংলাদেশের

সময় লাগবে বাংলাদেশের

নিউজ ডেস্ক: জাতিসংঘের তালিকাভুক্ত স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসতে বাংলাদেশের কমপক্ষে আরো নয় বছর লাগবে সময় লাগবে। আজ বৃহস্পতিবার ২০১৫ সালের স্বল্পোন্নত দেশের প্রতিবেদন প্রকাশ করার সময় এ তথ্য জানায় বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সিপিডি জানায় এই উত্তরণের জন্য কৃষি খাতকে শিল্পে রূপান্তর করাটা খুব জরুরি এবং কৃষি খাতের রূপান্তর আনতে হলে শ্রমের উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই।

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসতে মাথাপিছু আয় নিয়ে যেতে হবে এক হাজার ২৪২ ডলারে। যেখানে ২০১২ সাল থেকে গত তিন বছরে বাংলাদেশের গড় মাথাপিছু আয় ৯২৬ ডলার। এ ছাড়া মানব উন্নয়ন সূচকে বর্তমানে দেশের অবস্থান ৬৩.৮ পয়েন্টে, যাকে নিয়ে যেতে হবে ৬৬ পয়েন্টে। আর অর্থনৈতিক ঝুঁকির সূচকে বাংলাদেশ রয়েছে ২৫.০১ পয়েন্টে। ঝুঁকির সূচকে কমপক্ষে ৩২ পয়েন্ট অর্জন করতে হবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে।

সিপিবি আরো জানায় এই তিন সূচকের যেকোনো দুটি সূচক অতিক্রম করতে পারলেই কেবল স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়া সম্ভব।

Sharing is caring!

Leave a Comment