নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ভারতের সংবাদপত্রে প্রকাশিত ইসলামিক স্টেট (আইএস) সম্পর্কিত খবর অস্বীকার করেছেন।
ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু পত্রিকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের উদ্ধৃতি দিয়ে জানায়, ভারতে পালিয়ে থাকা দুই আইএস সদস্যকে খুঁজছে বাংলাদেশ। ওই দুজন জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার ঘটনায় সন্দেহভাজন খুনি। আজ শুক্রবার বাসস জানায়, ভারতের কাছে আইএস সদস্যদের ফিরিয়ে দেওয়ার অনুরোধের বিষয়টি অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জনাব কামাল বলেছেন, ‘পত্রিকাটি আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে। বাংলাদেশে আইএসের অবস্থান সম্পর্কে আমি কখনো এ ধরনের কথা বলিনি এবং পত্রিকায় প্রকাশিত দুই খুনি সম্পর্কে আমি কখনো কিছু বলিনি।’
আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, ‘পত্রিকাটির (দ্য হিন্দু) সাংবাদিক ফোনে আমার সঙ্গে কথা বলেন, তবে তাঁর সঙ্গে আইএস ইস্যু নিয়ে কোনো কথা হয়নি। শুধু সম্প্রতি দুদেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে কথা হয়েছে। দিল্লির কাছে হস্তান্তর করা ২০৪ জন পলাতক বাংলাদেশি অপরাধীর তালিকা সম্পর্কে কথা হয়েছে, যারা বাংলাদেশে অপরাধ করে ভারতে পলাতক আছে।’