দ্রুত খুলে দেওয়া হবে ফেসবুক : জুনাইদ আহমেদ
নিউজ ডেস্ক: ফেসবুকসহ বন্ধ থাকা সব সামাজিক মাধ্যম শিগগিরই খুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বৃহস্পতিবার জাতীয় তথ্য প্রযুক্তি বিতর্ক উৎসব ২০১৫-১৬ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম বন্ধ করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ে প্রক্রিয়া চলমান রয়েছে। তবে কবে ও কখন এসব যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানান নি তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তরুণদের এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের দেওয়া বিভিন্ন তথ্য সংরক্ষণ করা হবে। পরে তা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। যাতে করে তরুণরা কেমন তথ্য প্রযুক্তি চায় সে সম্পর্কে সরকার ধারণা নিতে পারে।