কাঁচা পাট রফতানি বন্ধ ঘোষণা

কাঁচা পাট রফতানি বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কাঁচা পাট রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেবী পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পাট অধ্যাদেশ ১৯৬২-এর ৪ ও ১৩ ধারা অনুযায়ী এ প্রজ্ঞাপন জারি করা হয়। এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ সঠিকভাবে বাস্তবায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কাঁচা পাট রফতানি বন্ধ থাকবে।

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর থেকে ৬ ধরনের পণ্যে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ২৯ নভেম্বর সচিবালয়ে তার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, পণ্যে পাটের মোড়ক ব্যবহার না করলে অনূর্ধ্ব ১ বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। তিনি আরো জানান, সারা দেশে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে। favicon

Sharing is caring!

Leave a Comment