নিউজ ডেস্ক : জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত সন্দেহে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। একই সময় মালয়েশিয়ার একজন নাগরিকসহ আরও চারজন বিদেশিকে গ্রেপ্তার করেছে তারা। দেশটির পুলিশ কর্তৃপক্ষ আজ (৫ ডিসেম্বর) এ কথার জানায় বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়ার নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা নিয়ে আইএসের সন্দেহভাজন ১০ সদস্য থাইল্যান্ডে ঢুকেছে—এমন খবর প্রচারিত হওয়ার পর গতকাল মালয়েশিয়ায় সতর্কতা জারি করা হয়। এর পরদিনই চার বিদেশিসহ পাঁচজনকে গ্রেপ্তার করার খবর প্রকাশ করল মালয়েশিয়ার পুলিশ।
এক বিবৃতিতে জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন ইউরোপের, একজন বাংলাদেশের ও একজন ইন্দোনেশিয়ার নাগরিক। গ্রেপ্তার হওয়া বাংলাদেশির বিষয়ে ওই পুলিশ কর্মকর্তা আর কিছু জানাতে পারেননি।
রয়টার্সের প্রতিবেদনে অপর বিদেশির বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।