‘বিপিও খাতে আরও ২ লাখ কর্মসংস্থান হবে’
নিউজ ডেস্ক : আগামী পাঁচ বছরে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে দুই লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
আজ (০৯ ডিসেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে দেশের প্রথম বিপিও সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিপিও সামিট’র আয়োজন করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং।
জয় বলেন, আউটসোর্সিংয়ে সবচেয়ে ভালো সুযোগ রয়েছে তরুণদের। সরকার বিপিও’র মাধ্যমে ভবিষ্যৎ তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে চায়।
তথ্য-প্রযুক্তিতে তরুণদের উদ্বুদ্ধ করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে জয় বলেন, ছয় বছর আগে আমরা যখন ডিজিটাল বাংলাদেশের যাত্রা শুরু করেছিলাম তখন কিছুই ছিল না। প্রযুক্তি খাতে বাংলাদেশের আজকের অগ্রগতি কেউ কল্পনাও করতে পারেনি। ছয় বছরে বিপিও সেক্টরে তরুণদের কর্মসংস্থান হয়েছে ২৫ হাজারের ওপরে।
জয় বলেন, বিদ্যুৎ ছাড়া তথ্য-প্রযুক্তি খাতে আউটসোর্সিং করা অসম্ভব। বর্তমানে বিদ্যুতের উন্নতির সঙ্গে সঙ্গে তথ্য-প্রযুক্তি খাতও এগিয়েছে। এখন এ খাতে বছরে কয়েক হাজার গ্রাজুয়েট তৈরি হচ্ছে। কিন্তু তাদের উপযুক্ত প্রশিক্ষণের অভাব রয়ে গেছে।
গত বছর দেশের আইসিটি বিভাগ ৩০ হাজার আইটি গ্রাজুয়েটকে প্রশিক্ষণ দিলেও আগামী বছর থেকে ৫০ হাজার গ্র্যাজুয়েটকে প্রশিক্ষণ দেওয়া হবে, জানান তিনি।
যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআই’র প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমেদ, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ও টেকনোলজি ব্যবসা বিশেষজ্ঞ স্যানটিয়াগো গুটায়ারেজ, ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের সভাপতি আহমেদুল হক ববি।