পদ্মাপাড় প্রস্তুত
নিউজ ডেস্ক: দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ২৩টি জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করতে শনিবার মুন্সিগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০ টায় পদ্মার ওপারে জাজিরা পয়েন্টে যাবেন প্রধানমন্ত্রী।
এরপর মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর মূল অবকাঠামোর চূড়ান্ত পাইলিং স্থাপন কাজের শুভ সূচনা করবেন তিনি। এছাড়াও পদ্মা সেতু প্রকল্প এলাকার মাওয়া চৌরাস্তা সংলগ্ন মাঠে বিকেল তিনটায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
এ নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, ‘বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ বাস্তবায়ন করা। প্রধানমন্ত্রীর আগমনের মধ্য দিয়ে সেই চ্যালেঞ্জ অতিক্রম করবে সরকার।’ মুন্সিগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর এই সফরে নিরাপত্তা দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন।