অনুমতি ছাড়া আতশবাজি নয়

অনুমতি ছাড়া আতশবাজি নয়

নিউজ ডেস্ক : বিজয় দিবসে আতশবাজি ফোটাতে পুলিশের অনুমতি লাগবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। তিনি বলেন, ঢাকা শহরসহ সারা দেশের জন্য এটা প্রযোজ্য হবে। যেসব এলাকায় অনুমতি চাওয়া হবে, সেই এলাকার পরিপ্রেক্ষিত বিবেচনায় নিয়ে পুলিশ অনুমতি দেবে।

আজ বিকেলে (১৫ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের যৌথ আয়োজনে ‘রক্তস্নাত বিজয়’ শীর্ষক চার দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপির শোভাযাত্রা ঘিরে নাশকতার আশঙ্কা করা হচ্ছে কি না- সে বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, র‌্যালির নামে যাতে কোনো উচ্ছৃঙ্খলতা না হয়, র‌্যালিকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা চালাতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক থাকব।

জঙ্গি তৎপরতা রুখতে কোনো ‘বিশেষ পদক্ষেপ’ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, আমরা প্রত্যেকটি ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা রহস্য উদঘাটন করতে পেরেছি।favicon

Sharing is caring!

Leave a Comment