ছবিতে বিজয় দিবস

নিউজ ডেস্ক : ঢাকার রাজপথ, সোহরাওয়ার্দী উদ্যান আর সৃতিসৌধে নেমেছিল মানুষের ঢল। সবার মাথায় লাল-সবুজ রঙের ফিতা। গায়ে পতাকার রঙের পোশাক। পতাকায় সেজেছে শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপ। সবার মনে বিপুল আনন্দ। দেশজুড়ে উৎসব। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাংলাদেশের সবচেয়ে আনন্দের, বড় প্রাপ্তির দিন।

ছবিতে ধরা থাকুক সেই বিজয়অনন্দ। ঢাকার বিভিন্ন রাজপথ ঘুরে ছবিগুলো ক্যামেরায় ধরেছেন দি প্রমিনেন্টের আলোকচিত্রী এসএম রাসেল

১.

মহাণ মুক্তিযুদ্ধে শদহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রথানমন্ত্রী, বিরোদী দলীয় নেত্রীসহ সর্বস্তরের মানুষ।
মহান মুক্তিযুদ্ধে শদহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রথানমন্ত্রী, বিরোদী দলীয় নেত্রীসহ সর্বস্তরের মানুষ।

২.

শ্রদ্ধা জানানো হয় মুক্তিযুদ্ধের কাণ্ডারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। ছবি : এস এম রাসেল
শ্রদ্ধা জানানো হয় মুক্তিযুদ্ধের কাণ্ডারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। ছবি : এস এম রাসেল।

 

৩.

পথে পথে চলছে পতাকা উৎসব। ছবি এসএম রাসেল।
পথে পথে চলছে পতাকা উৎসব। ছবি এসএম রাসেল।

 

৪.

পুলিশের নজিরবিহীন নিরাপত্তা। ছবি : এসএম রাসেল।
পুলিশের নজিরবিহীন নিরাপত্তা। ছবি : এসএম রাসেল।

 

৫.

পতাকা নিয়ে তারুণ্যের যাত্রা। গন্তব্য জাতির জনকের প্রতিকৃতি। ঠিকানা, ধানমণ্ডি ৩২। ছবি : এসএম রাসেল।
পতাকা নিয়ে তারুণ্যের যাত্রা। গন্তব্য জাতির জনকের প্রতিকৃতি। ঠিকানা, ধানমণ্ডি ৩২। ছবি : এসএম রাসেল।

Sharing is caring!

Leave a Comment