পরিস্থিতি ভালো : সিইসি
নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন পৌর এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেছেন, পরিস্থিতি ভালো, সবাই এখন নির্বাচনমুখী।
আজ (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিয়াম মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। তিনি আরও বলেন, ‘মাঠে সে রকম কোনো উদ্বেগজনক পরিস্থিতি নাই। জায়গায় জায়গায় প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে আচরণবিধি মেনেই নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছেন।’
তৃণমূল বাস্তবতা নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ফিল্ডে পরিস্থিতি কি রকম আছে, সেটা অ্যাসেস (পর্যালোচনা) করেছি। পরবর্তীকালে আমরা কার্যক্রম গ্রহণ করব এবং সেই মোতাবেক আইনশৃঙ্খলা বাহিনী ডিপ্লয়েড (মোতায়েন) হবে এবং নির্বাচনের জন্যে পূর্ণ শৃঙ্খলা থাকবে আশা করি।’
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনের বৈঠকটি শুরু হয়। এতে অংশ নেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ইসির কর্মকর্তারা।