বাংলাদেশ-থাইল্যান্ড ‘পর্যটন চুক্তি’ অনুমোদন
নিউজ ডেস্ক : বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে পর্যটন খাত নিয়ে একটি চুক্তি সইয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। আজ (২৮ ডিসেম্বর) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. শফিকুল আলম।
এর আগে বেলা ১১টার দিকে সচিবালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। সচিব বলেন, ‘এ চুক্তি হলে দুই দেশের মধ্যে পর্যটন খাতে আরো বিকাশ ঘটবে। পর্যটন খাতে থাইল্যান্ডের বিশাল ও দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। পর্যটন খাতে তাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারব।’
এছাড়া, বৈঠকে ‘ন্যাশনাল ক্যাডেট কোর আইন, ২০১৫’- এর খসড়ার নীতিগত অনুমোদনও দেওয়া হয়েছে। এ ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব জানান, এ আইন ১৯৫০ সালের। এটিকে এখন আধুনিকায়ন করা হয়েছে। আইনের অধীনে ক্যাডেট কোর অধিদপ্তর গঠনের কথা বলা হয়েছে।