আজ ছিল বই উৎসব
নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের চোখে-মুখে আনন্দ উপচে পড়ছে। নতুন বছরের প্রথমদিনে নতুন বই পাওয়ার আনন্দ তারা ভাষায় প্রকাশ করতে পারছে না! অভিভাবকদের মধ্যেও একধরনের ভালো-লাগা কাজ করছে। রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে পাঠ্যপুস্তক উদযাপন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। শুক্রবার সকাল ৯টায় এ উৎসবে ভীড় করেছে শিক্ষার্থী-অভিভাবক। সকাল সাড়ে ৯টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এ উৎসব। ১০টার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বেলুন উড়িয়ে বই উৎসব উদ্বোধন করেন। এর মাধ্যমে সারাদেশের বই উৎসব উদ্বোধন করলেন তিনি।
এরপর শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। ২০১০ সাল থেকে প্রতিবছর ১ জানুয়ারি বই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। এবার ষষ্ঠবারের মতো এ উৎসব হচ্ছে। তবে অন্যবারের চেয়ে এবার ব্যতিক্রম হচ্ছে দিনটি শুক্রবার, সরকারি ছুটির দিন। পাঠ্যপুস্তক উৎসব দিবস পালন করছে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার হওয়া সত্ত্বেও পাঠ্যপুস্তক উৎসব দিবস উদযাপন উপলক্ষে সারাদেশে স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে। রাজধানীতে ঢাকা কলেজের পাশের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের হাত থেকে বিনামূল্যের পাঠ্যপুস্তক নেওয়ার জন্য শিক্ষার্থীরা সমবেত হয়। তাদের চোখেমুখে উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক-উৎসাহ উদ্দীপনা কাজ করছে।
সারাদেশে ১ম থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ৪ কোটি ৪৪ লাখ ১৬ হাজার শিক্ষার্থীর মাঝে ২৯১ টি শিরোনামের ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৬০টি বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।