দেশে প্রতিদিন জন্ম নিচ্ছে সাড়ে ৫ হাজার শিশু
নিউজ ডেস্ক : দেশে প্রতি মিনিটে চারটি শিশু জন্ম নিচ্ছে। এই হিসাবে প্রতিদিন প্রায় পাঁচ হাজার ৪৭৯ জন এবং প্রতি বছর প্রায় ২০ লাখ শিশুর জন্ম হচ্ছে। সাতক্ষীরায় জনসচেতনতামূলক বিষয় অবহিতকরণ সভায় এই তথ্য প্রকাশ করেছে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২০১৫ সালের মার্চ মাসে প্রকাশিত এক তথ্য সহায়িকার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়। সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক রওশন আরা জামান ও একই বিভাগের ডা. মুজিবর রহমানসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় আরো বলা হয় বিশ্বে প্রতি মিনিটে ১৫৮ জন, প্রতিদিন দুই লাখ ২৭ হাজার ২৫২ জন এবং প্রতি বছর আট কোটি ২৯ লাখ ৪৭ হাজার মানুষ জন্ম নিচ্ছে।
সভায় আরো জানানো হয়, বিশ্বের অষ্টম জনবহুল দেশ বাংলাদেশ । জাতিসংঘ জনসংখ্যা তহবিলের পরিসংখ্যান মতে ২০১৪ সালের নভেম্বরে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৫৮.৫ মিলিয়ন। ২০৫০ সালে বাংলাদেশ আরো এক ধাপ ওপরে এসে সপ্তম স্থানে দাঁড়াবে এবং তখন বাংলাদেশের জনসংখ্যা হবে ২২৬ মিলিয়ন। এ সময় ভারতের জনসংখ্যা চীনকে ছাড়িয়ে হবে এক হাজার ৬৯২ মিলিয়ন এবং ভারতই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হবে। চীন থাকবে দ্বিতীয় স্থানে , তখন এর জনসংখ্যা হবে এক হাজার ৩১৩ মিলিয়ন।
সমাবেশে কর্মকর্তারা জানান, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি ব্যতিক্রমধর্মী অবস্থানে আছে। ১৯৭০ সাল থেকে দেশের প্রজনন হার ৬০ শতাংশ হ্রাস পেয়েছে এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীদের হার প্রায় ৬২.৪ শতাংশে উন্নীত হয়েছে। সত্তরের দশকের জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার, বয়স কাঠামোতে কম বয়সী জনসংখ্যার প্রাধান্য এবং এক শ্রেণির সক্ষম দম্পতির মধ্যে অপেক্ষাকৃত ধীরগতিতে প্রজনন হার হ্রাস পাওয়ার কারণে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি ২০৫০ সাল পর্যন্ত অব্যাহত থাকবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
কর্মকর্তারা আরো বলেন, জনসংখ্যা, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে আমাদের অনেক অর্জন আছে। মা ও শিশু মৃত্যু হার যথাক্রমে ৩২০ থেকে ১৭০ এ ( প্রতি এক লাখ জীবিত জন্মে) এবং ৮৭ থেকে ৩৮ ( প্রতি হাজার জীবিত জন্মে) হ্রাস পেয়েছে। এর স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ২০১০ সালে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল্ড (এমডিজি) অ্যাওয়ার্ড অর্জন করেছে। জনসংখ্যা বৃদ্ধির হারও উল্লেখযোগ্য হারে কমে দুই দশমিক ৬১ শতাংশ থেকে এক দশমিক ৩৭ এ নেমে এসেছে বলে সাংবাদিক সমাবেশে জানানো হয়।