সব বিদ্যালয় ডিজিটাল করা হবে
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাথমিক পর্যায়ে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। দেশের সব বিদ্যালয় ডিজিটাল করা হবে।
গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বই উৎসব, উপবৃত্তি, ঝরে পড়ার হার কমানোসহ শিক্ষা নীতিমালা সবই আওয়ামী লীগ সরকারের অর্জন। শিক্ষাকে আরো যুগোপযোগী এবং শিক্ষার আলো সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।’ তিনি জানান, নিরক্ষরমুক্ত দেশ গড়তে সরকার বদ্ধপরিকর। স্ব-উদ্যোগে নিজ নিজ এলাকা ও শিক্ষার উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সমাজের সামর্থবান বিদ্যানুরাগী ব্যক্তি, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-অভিভাবকরা এগিয়ে এলে আমাদের আর কারও মুখাপেক্ষী হতে হবে না।’
সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকের সঙ্গে যেন কোনভাবেই আমাদের শিক্ষার্থীদের যোগাযোগ না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার জন্যও শিক্ষক অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।