সিসিটিভি ক্যমেরা স্থাপনে আইন প্রণয়নের দাবি

সিসিটিভি ক্যমেরা স্থাপনে আইন প্রণয়নের দাবি

নিউজ ডেস্ক  :  সকল ধরনের প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে সিসিটিভি ক্যামেরা  স্থাপনে আইন প্রণয়ন করার দাবি  জানিয়েছেন সিসিটিভি এন্ড সিকিউরিটি প্রোডাক্টস এ্যাসেসিয়েসন অব বাংলাদেশের (সিটিএস পিএবি) সভাপতি এম এ গফফার মোল্ল্যা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়াতনে শুক্রবার (সিটিএসপিএবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। তিনি বলেন, যদি আইন করে পুরো বাংলাদেশকে সিসি টিভি ক্যামেরার আওতায় আনা যায় তাহলে দেশে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কমে যাবে। আর যদি কোথাও অপরাধ সংঘটিতও হয় তাহলে সিসিটিভির মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা যাবে।

তাছাড়া দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা গুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন থাকলে আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক এ সব স্থাপনা মনিটরিং করতে পারবে। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সিসিটিভি ক্যমেরা লাগানের আইন প্রণয়ন করে তা বাধ্যতামূলক করার অনুরধ জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব আবু তালেব। সিনিয়র যুগ্ন মহাসচিব মির আহাম্মেদ আলি টুটুল প্রমুখ। favicon59

Sharing is caring!

Leave a Comment