শিশু হত্যার বিচার হবে বিশেষ ট্রাইবুনালে
নিউজ ডেস্ক : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি জানিয়েছেন, হবিগঞ্জে ৪ শিশু হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করা হবে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে। আজ দুপুরে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এই ঘটনায় পুলিশ সদস্যের অবহেলার প্রমাণ পাওয়া গেলে তদন্ত করে তার যথা ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী নিহতদের প্রত্যেক পরিবারকে নগদ ৫০ হাজার টাকা করে অনুদান দেন।
আজ তিনি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে নিহত শিশুদের পরিবারকে সমবেদনা জানাতে হাজির হন। এ সময় প্রতিমন্ত্রীর সাথে সংসদ সদস্য কেয়া চৌধুরী, মুনিম চৌধুরী বাবু, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।