আমরা নিজের মর্যাদায় চলব : শেখ হাসিনা
নিউজ ডেস্ক : উন্নতির মাধ্যমে বিশ্বে একটি শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৬ সালের একুশে পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন‘কারো কাছে হাত পেতে নয়, আমরা নিজের মর্যাদায় চলব। আমাদের যতটুকু সম্পদ আছে তা ব্যবহার করে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশে পরিণত করবো’। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের ২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার কথাও বলেন তিনি।
শেখ হাসিনা আরো বলেন, ‘বাংলা ভাষায় কথা বলার অধিকার আমাদের অর্জন করতে হয়েছে বহু সংগ্রামের পথ বেয়ে। সেই ১৯৪৮ সাল থেকে এই সংগ্রামের শুরু। সালাম-বরকতদের রক্তের মধ্য দিয়ে আমরা আমাদের মাতৃভাষা পেয়েছি।’
একুশে ফেব্রুয়ারি নিয়ে তিনি বলেন, ‘একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য শুধু একটি দিবস নয়। একুশ অন্যায়ের কাছে মাথা নত না করতে শেখায়। আমাদের আত্মমর্যাদাবোধের শিক্ষা দেয়।’